এই সময় হলিউডের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি আয় করছেন মার্কিন তারকা স্কারলেট জোহানসন।
বিজ্ঞাপন
বক্স অফিস ওয়েবসাইট মোজো এ তথ্য জানিয়েছে। হলিউডে নারী ও পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি আয়ের তারকার তালিকায় দশম স্থানে আছেন তিনি। তার অভিনীত ৩৭টি ছবি বক্স অফিসে জমা করেছে ৩৩০ কোটি টাকা।
তালিকায় সর্বকনিষ্ঠ তারকা ৩১ বছর বয়সী জোহানসন। তার ওপরে আছেন যথাক্রমে হ্যারিসন ফোর্ড, স্যামুয়েল এল. জ্যাকসন, মর্গান ফ্রিম্যান, টম হ্যাঙ্কস, রবার্ট ডাউনি জুনিয়র, এডি মারফি, টম ক্রুজ, মাইকেল কেইন ও জনি ডেপ। তাদের মধ্যে শীর্ষে থাকা হ্যারিসন ফোর্ডের ৪১টি ছবি আয় করেছে ৪৯০ কোটি মার্কিন ডলার।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন