• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

আয়া সোফিয়াতেই থাকবে বিড়াল ‘গ্লি’

আরটিভি নিউজ

  ২৭ জুলাই ২০২০, ১৭:২৪
Glee to Aya Sophia
আয়া সোফিয়ায় গ্লি

ইস্তাম্বুলে আয়া সোফিয়া মসজিদে রূপান্তর হলেও সেখান থেকে ‘গ্লি’ নামের বিড়ালটিকে বের করে দেয়া হবে না৷ ইনস্টাগ্রামে গ্লির হাজারো ফলোয়ার আছে৷ এমনকি সাবেক এক মার্কিন প্রেসিডেন্টও তার ভক্ত৷ গ্লির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি চালাচ্ছেন তুরস্কের একজন ট্যুর গাইড উমুত বাহচেচি৷

আয়া সোফিয়ার ‘গ্লি’ নামের বিড়ালটি খুবই বিখ্যাত৷ কিন্তু সম্প্রতি এই ঐতিহাসিক স্থাপনাটিকে মসজিদে রূপান্তরের সিদ্ধান্তের পর অনেকেই ভাবছিলেন গ্লি-র ভাগ্যে কী ঘটবে৷ স্থানীয় পত্র পত্রিকা ও সামাজিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনাও হয়।

আয়া সোফিয়া মিউজিয়াম থাকার সময় ধুসর রঙের শরীর ও সবুজ জ্বলজ্বলে চোখের গ্লি অনেক দর্শনার্থীর প্রিয় হয়ে ওঠে৷ এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে এক সফরে গ্লির সঙ্গে ছবি তোলেন৷

তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন রয়টার্সকে বলেন যে, গ্লিসহ যেসব বিড়াল এ জায়গাটিতে আছে, তারা এখানেই থাকবে৷

এই বিড়ালটি অনেক বিখ্যাত হয়ে গেছে এবং আরও বিড়াল আছে যেগুলো এতটা বিখ্যাত নয়৷ এই বিড়ালটি তো থাকছেই। অন্য বিড়ালগুলোও আমাদের মসজিদে থাকতে পারবে।

উমুত বাহচেচির কাছে এটি সুখবর হয়ে এসেছে, যিনি চার বছর ধরে গ্লির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি চালাচ্ছেন৷ চার বছর আগে তিনি এটি শুরু করেন এবং এখন এর ৪৮ হাজার ফলোয়ার৷ এই অ্যাকাউন্টটি বিড়ালটির ছবিতে ভরা৷ এমনকি দর্শনার্থীরাও তাদের তোলা ছবি ট্যাগ করেছেন৷

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়