ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সকালে বৈঠক, সন্ধ্যায় হাসপাতালে সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ জুলাই ২০২০ , ১১:৩৮ এএম


loading/img
সোনিয় গান্ধী

সকালে দলীয় বৈঠক করে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যায় সনিয়াকে ‘রুটিন চেক আপ’ করাতে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানানো হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে।

হাসপাতালের পরিচালন পর্ষদের চেয়ারম্যান ডাক্তার ডিএস রানার বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, রুটিন চেক-আপ এবং টেস্টের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

বিজ্ঞাপন

এদিন সকালে দলের রাজ্যসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন সোনিয়া। বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক আয়োজিত হয়। অন্যদের মধ্যে বৈঠকে যোগ দিয়েছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

৭৩ বছর বয়সী  সোনিয়া গান্ধী জটিল রোগে ভুগছেন। চিকিৎসার জন্য বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে তাকে। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে গঙ্গা রাম হাসপাতালেই ভর্তি করা হয়েছিল ভারতের ঐতিহ্যবাহী এই দলের প্রধানকে।

বিজ্ঞাপন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |