ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

ধর্মঘট প্রত্যাহার না করলে ব্যবস্থা

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ০১ মার্চ ২০১৭ , ০৮:৫৬ এএম


loading/img

সারাদেশে অঘোষিত ধর্মঘট পালনকারী পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালেন মিরপুরের স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে গাবতলী বাস টার্মিনাল এলাকা পরিদর্শনে এসে তিনি বলেন, জনগণকে ভোগান্তিতে রেখে আন্দোলন হয় না। এই পরিস্থিতি শান্ত করার জন্য আপনার ধর্মঘটা প্রত্যাহার করুন। না হলে আমরা আমাদের এলাকা শান্ত রাখার জন্য যা করার দরকার তাই করবো।

আসলামুল হক বলেন, আমি পরিবহন শ্রমিক নেতাদের সাঙ্গে আলোচনার জন্য গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি এরা কেউ শ্রমিক নেতা না। এর সবাই টোকাই, নাবালক। এদের সঙ্গে আর কী আলোচনা করবো। আপনারা এই ধর্মঘট প্রত্যাহার করুন। জনগণের কষ্ট হচ্ছে। হাজারো মানুষ ভোগান্তি পোহাচ্ছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় দু’চালককে আদালত সাজা দেয়ার ঘটনায় মঙ্গলবার থেকে সারাদেশে ধর্মঘট পালন করছে পরিবহণ শ্রমিকরা। এদিন বিকেল থেকেই গাবতলীতে শ্রমিকরা বিক্ষোভ করছিল। পুলিশ তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও একপর্যায়ে গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ তাদের বাধা দেয়। রাতের দিকে শ্রমিকরা আরো উত্তাল হয়ে উঠলে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |