ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার ভেঙে দিচ্ছেন লেবাননের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১০ আগস্ট ২০২০ , ১০:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বৈরুতে বিস্ফোরণের ঘটনায় ক্রমবর্ধমান চাপের মুখে সরকার ভেঙে দিচ্ছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। সোমবার আরও কিছু পরের দিকে পদত্যাগের ঘোষণা দেবে বলে বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান।

বিজ্ঞাপন

রয়টার্সকে হামাদ হাসান বলেন, শিগগিরই প্রধানমন্ত্রী হাসান দিয়াব নেতৃত্বাধীন সরকার পদত্যাগের ঘোষণা দেবে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে পুরো সরকারের পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন হাসান দিয়াব। 

এদিকে দেশটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সরকারবিরোধী তীব্র বিক্ষোভের মাঝে সোমবার দেশটির আরও দুজন মন্ত্রী পদত্যাগ করেন। এ নিয়ে দেশটির ৯ এমপি এবং মন্ত্রিসভার অন্তত চার সদস্য পদত্যাগ করেন।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |