ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

বোনকে আরও ক্ষমতা দিলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ আগস্ট ২০২০ , ০৫:১৭ পিএম


loading/img
বিবিসি থেকে নেয়া

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার বোন কিম ইয়ো জংকে আরও বেশি দায়িত্ব দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার দাবি, ইয়ো-জং ছাড়াও তার আরও কয়েকজন সহযোগীকে আরও দায়িত্ব দিয়েছেন কিম জং উন। খবর বিবিসির।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস জানিয়েছে, এখনও ‘পুরো ক্ষমতা’ নিজের হাতেই রেখেছেন কিম। তবে নিজের ওপর চাপ কমাতে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অন্যদের দেয়া হয়েছে।

ইয়ো জং এখন থেকে উত্তর কোরিয়ার বৈদেশিক সম্পর্কের পুরোটা সামলাবেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। তবে এর আগে তাদের দেয়া তথ্য ভুল প্রমাণিত হয়েছে।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে বৃহস্পতিবার রুদ্ধদ্বার এক ব্রিফিংয়ের সময় ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস এমন দাবি করেছে বলে জানা গেছে। পরে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা।

গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে তারা বলেন, এখনও পুরোপুরি ক্ষমতা কিম জং উনের হাতেই রয়েছে। কিন্তু কিছু ক্ষমতা হস্তান্তর করা হয়েছে।

খবরে বলা হয়েছে, ইয়ো জং এখন থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া নিয়ে পিয়ংইয়ংয়ের নীতির বিষয়ে দায়িত্ব পালন করবেন। এছাড়া অন্যান্য বিষয়ও দেখভাল করবেন। তিনি এখন ‘কার্যত দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা’। তবে কিম এখনও তার ‘উত্তরসূরি নির্বাচন করেননি’ বলে ওই রিপোর্টে বলা হয়েছে।

বিজ্ঞাপন

তবে কিছু কিছু বিশ্লেষক এই গোয়েন্দা রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কারণ এনকেনিউজ জানিয়েছে, চলতি মাসে দুটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে অনুপস্থিত ছিলেন ইয়ো জং। এমতাবস্থায় তার পদাবনতি হয়ে থাকতে পারে বলে মনে করছেন কিছু পর্যবেক্ষক।

আরও পড়ুন: স্বাধীন ফিলিস্তিনের বিনিময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: সৌদি প্রিন্স

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |