• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

স্বাধীন ফিলিস্তিনের বিনিময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: সৌদি প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২০, ১৭:৫০
Saudi Price for Ties With Israel Is Palestinian State Says Saudi Royal
আল আরাবিয়া থেকে নেয়া

একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে সৌদি আরব। শুক্রবার সৌদি রাজ পরিবারের একজন সিনিয়র সদস্য আবারও জোর দিয়ে এ কথা বলেছেন। খবর হারিটজের।

গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সম্পর্কে স্বাভাবিক করতে এক চুক্তি হয়। এরপর বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সৌদি আরবও আমিরাতের পথ অনুসরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ট্রাম্পের এমন প্রত্যাশার জবাবে প্রিন্স তুর্কি আল-ফয়সাল এমন মন্তব্য করলেন।

৭০ বছরের বেশি সময়ের মধ্যে সংযুক্ত আরব আমিরাত হলো তৃতীয় আরব রাষ্ট্র যারা ইসরায়েলের সঙ্গে পুরোপুরি সম্পর্ক স্থাপন করলো। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় পক্ষ সম্পর্ক স্বাভাবিক করতে একমত হয়। এই চুক্তির আওতায়, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর সংযুক্তির পরিকল্পনা বাদ দেবে। পশ্চিম তীরকে নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে মনে করে ফিলিস্তিন।

আমিরাত জানিয়েছে, ইসরায়েলের প্রতিশ্রুতি দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে টিকিয়ে রেখেছে। আমিরাতের সঙ্গে আগে আনুষ্ঠানিক কোনও সম্পর্ক না থাকলেও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ও কর্মকাণ্ড নিয়ে আবুধাবির প্রতি উদ্বেগ প্রকাশ করে আসছিল ইসরায়েল।

এদিকে এই চুক্তির পর যুক্তরাষ্ট্রের সমর্থিত অন্যান্য পারস্য উপসাগরীয় আরব দেশও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে প্রিন্স তুর্কি বলেছেন, এক্ষেত্রে বিনিময় মূল্য আরও বড় হওয়া উচিত।

সৌদি সংবাদপত্র আশারক আল-আওসাতে তিনি লিখেন, যেসব রাষ্ট্র আমিরাতকে অনুসরণ করতে চায়, বিনিময়ে তাদের কিছু চাওয়া উচিত। আর একটা দামি কিছু হওয়া উচিত।

আরও পড়ুন: বোনকে আরও ক্ষমতা দিলেন কিম জং উন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক বছরে ইসরায়েলের হামলায় প্রায় ১ হাজার মসজিদ ক্ষতিগ্রস্ত
ইসরায়েলি বর্বর হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত
আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও ইসরায়েলি হামলায় দুইদিনে গাজায় নিহত ১৫০