ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

চীন সাগরে বোমারু বিমান, ভারতের সঙ্গে নতুন করে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৩ আগস্ট ২০২০ , ০৭:০৬ পিএম


loading/img
উডি আইল্যান্ডে এইচ-৬-জে বোমারু বিমান মোতায়েন করে চীন

দক্ষিণ চীন সাগরে এক বিতর্কিত দ্বীপে বোমারু বিমান এবং ফাইটার জেট মোতায়েন করেছে চীন। এ নিয়ে ভারত ও চীনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এতে ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন ভিয়েতনামের রাষ্ট্রদূত ফ্যাম স্যান চাউও। খবর এক্সপ্রেস'র।

বিজ্ঞাপন

শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ করে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

ভারতীয় সংবাদ মাধ্যম এক্সপ্রেসে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লে থি থু হ্যাংয়ের বরাত দিয়ে বলা হয়েছে, চীনের এ ধরণের কার্যকলাপ ভিয়েতনামের সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন করেছে। এ ধরনের কর্মকাণ্ড ওই অঞ্চলের শান্তিকে বিনষ্ট করছে।

বিজ্ঞাপন

ওই সংবাদ মাধ্যমে বলা হয়, আগস্ট মাসের শুরুতে প্যারাসেল দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপ উডি আইল্যান্ডে এইচ-৬-জে বোমারু বিমান মোতায়েন করে চীন। তবে ওই এলাকায় মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের তৎপরতায় বাধা দিতেই এমন পদক্ষেপ নিয়েছে বলেছে চীন। 

আরও পড়ুন: কংগ্রেস সভানেত্রীর পদ ছাড়ছেন কি সোনিয়া গান্ধী?

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |