• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি আহত, কেনোশা শহরে কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ আগস্ট ২০২০, ১৭:৫৯
Protests erupt after US police shoot black man
সংগৃহীত

পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি গুরুতর আহত হওয়ার পর ফের উত্তপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির উইসকিনসন রাজ্যের কেনোশা শহরে এই ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, পারিবারিক একটি ঘটনার সময় পুলিশ গুলি চালায়। খবর বিবিসির।

জ্যাকব ব্লেক নামের ওই ব্যক্তির অবস্থা গুরুতর বলে জানা গেছে। তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, কেনোশা শহরে ব্লেক যখন একটি গাড়িতে ঢোকার চেষ্টা করছেন, তখন তার পিঠে গুলি করা হচ্ছে।

ওই ঘটনার পর বিক্ষোভ ছড়িয়ে পড়লে কেনোশার কর্তৃপক্ষ কারফিউ জারি করেছে। রোববার রাতেই শত শত মানুষ কেনোশার পুলিশ সদরদপ্তর অভিমুখে মার্চ করে। এসময় তারা গাড়িতে আগুন দেয় এবং ‘আমরা পিছ পা হবো না’ বলে স্লোগান দেয়।

এদিকে জননিরাপত্তার স্বার্থে ব্যবসা প্রতিষ্ঠান ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার বিবেচনা করতে বলেছে পুলিশ। কারণ তারা সশস্ত্র ডাকাতি এবং গুলির ঘটনার ‘বহু’ কল পাচ্ছেন।

অন্যদিকে কাউন্টিজুড়ে বলবৎ থাকা কারফিউ ভঙ্গ করে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে এলে, তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে।

উইসকিনসনের গভর্নর এই নিরস্ত্র ব্লেককে গুলির ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, যদিও আমরা এখনও সবকিছু জানি না। তবে আমরা নিশ্চিতভাবে জানি যে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি বা মানুষ নন যিনি আমাদের রাজ্য বা আমাদের দেশের আইন প্রয়োগকারী ব্যক্তিদের হাতে গুলিবিদ্ধ বা আহত বা নির্দয়ভাবে হত্যার শিকার হয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। পরে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের জোয়ার সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না মরক্কো

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে পুড়েছে ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট
যুক্তরাষ্ট্রে দাবানলে নিহত বেড়ে ৫, পুড়ছে হলিউড হিলস
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পুড়ছে তারকাদের বাড়িঘর
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের চাকার খোপে মিলল ২ মরদেহ