• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

আগামী সপ্তাহে আমিরাতের সঙ্গে ফ্লাইট চালু করবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ আগস্ট ২০২০, ১১:০৮
First Israel-UAE commercial flight next week
ফাইল ছবি

মার্কিন কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট আগামী সপ্তাহ থেকে শুরু হবে। প্রথম ফ্লাইটে মার্কিন এবং ইসরায়েলি প্রতিনিধিদের আবুধাবি নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন তারা। খবর আল আরাবিয়ার।

কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান সংস্থা এল-আল’র একটি বিমান ওই ফ্লাইট পরিচালনা করবে। ওই ফ্লাইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা এবং জামাতা জেরাড কুশনার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন থাকবে বলে জানা গেছে।

তারা বলেছেন, ইসরায়েলি প্রতিনিধি দলে বিমান, মহাকাশ, স্বাস্থ্য ও ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা থাকবেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

এই ফ্লাইট চালু হলে এটি হবে উপসাগরীয় একটি দেশে ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান সংস্থার প্রথম সরাসরি ফ্লাইট। এর আগে গত ১৩ আগস্ট ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, আমিরাত ছাড়াও আরও দুটি আরব দেশের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে ইসরায়েলের। ওই দেশ দুটি হচ্ছে মিশর ও জর্ডান।

আরও পড়ুন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের বিপক্ষে ড্র করেও শেষ আটে ফ্রান্স
২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত
গাজা ও লেবাননজুড়ে ইসরায়েলি বর্বরতায় নিহত ১০৭
গাজা-লেবাননে আরও ৮৭ জনকে হত্যা করল ইসরায়েল