• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

যুদ্ধবিমানের গতিপথ আটকে রাশিয়া অপেশাদার আচরণ করেছে: আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২০, ১৩:১৭
Russian fighter jets American, B-52 aircraft
ছবি সংগৃহীত

আমেরিকার একটি দূরপাল্লার বোমারু বিমানের গতিপথ আটকে দেয়ায় রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে মার্কিন বিমান বাহিনী। গত ২৮ আগস্ট কৃষ্ণসাগরে রাশিয়ার দুটি জঙ্গিবিমান 'অনিরাপদ ও অপেশাদারভাবে' বোমারু বিমানের গতিপথ আটকে দিয়েছে বলে অভিযোগ এনেছে তারা।

ইউরোপে মোতায়েন মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার দুটি এসইউ-২৭ যুদ্ধবিমান গত ২৮ আগস্ট কৃষ্ণসাগরের আন্তর্জাতিক পানিসীমার আকাশে মার্কিন বি-৫২ বোমারু বিমানের গতিপথ আটকে দেয়। ওই সময় মার্কিন বোমারু বিমানটি নিয়মিত উড্ডয়নে ছিল। রাশিয়ার পাইলটরা একই উচ্চতায় বি-৫২ বিমানটির ১০০ ফিট দূরে চলে এসেছিলেন যা তাদের অপেশাদার আচরণের বহিঃপ্রকাশ ঘটায়।

ইউরোপে মোতায়েন মার্কিন বিমান বাহিনীর কমান্ডার জেনারেল জেফ হ্যারিজিয়ানের বরাত দিয়ে বলা হয়, এ ধরনের আচরণ মধ্য আকাশে সংঘর্ষের অপ্রয়োজনীয় আশঙ্কা বাড়িয়ে দেয় যা আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক আইনের পরিপন্থী।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানায়, তাদের দুটো এসইউ-২৭ বিমান কৃষ্ণসাগরের আকাশে একটি মার্কিন বি-৫২ বোমারু বিমানকে আটকে দিয়েছে। বিমানটি যাতে রাশিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নিরাপদ দূরত্বে থেকে এটির গতিপথ পরিবর্তন করে দেয়া হয়েছে।

সূত্র- সিএনএন ও পার্স টুডে।

আরও পড়ুন

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমেরিকার স্বর্ণযুগ শুরু হলো: অভিষেক ভাষণে ট্রাম্প
এইচএমপিভির পর আমেরিকায় ছড়াচ্ছে ‘র‌্যাবিট ফিভার’, কী এই রোগ?
আমেরিকান প্রবাসী জায়ানের সঙ্গে যেসব কথা হলো বাফুফের
৬৫ দিনের অন্ধকারে ডুবেছে শহর, সূর্যের আলো দেখা যাবে আগামী বছর