• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

যুদ্ধবিমানের গতিপথ আটকে রাশিয়া অপেশাদার আচরণ করেছে: আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২০, ১৩:১৭
Russian fighter jets American, B-52 aircraft
ছবি সংগৃহীত

আমেরিকার একটি দূরপাল্লার বোমারু বিমানের গতিপথ আটকে দেয়ায় রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে মার্কিন বিমান বাহিনী। গত ২৮ আগস্ট কৃষ্ণসাগরে রাশিয়ার দুটি জঙ্গিবিমান 'অনিরাপদ ও অপেশাদারভাবে' বোমারু বিমানের গতিপথ আটকে দিয়েছে বলে অভিযোগ এনেছে তারা।

ইউরোপে মোতায়েন মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার দুটি এসইউ-২৭ যুদ্ধবিমান গত ২৮ আগস্ট কৃষ্ণসাগরের আন্তর্জাতিক পানিসীমার আকাশে মার্কিন বি-৫২ বোমারু বিমানের গতিপথ আটকে দেয়। ওই সময় মার্কিন বোমারু বিমানটি নিয়মিত উড্ডয়নে ছিল। রাশিয়ার পাইলটরা একই উচ্চতায় বি-৫২ বিমানটির ১০০ ফিট দূরে চলে এসেছিলেন যা তাদের অপেশাদার আচরণের বহিঃপ্রকাশ ঘটায়।

ইউরোপে মোতায়েন মার্কিন বিমান বাহিনীর কমান্ডার জেনারেল জেফ হ্যারিজিয়ানের বরাত দিয়ে বলা হয়, এ ধরনের আচরণ মধ্য আকাশে সংঘর্ষের অপ্রয়োজনীয় আশঙ্কা বাড়িয়ে দেয় যা আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক আইনের পরিপন্থী।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানায়, তাদের দুটো এসইউ-২৭ বিমান কৃষ্ণসাগরের আকাশে একটি মার্কিন বি-৫২ বোমারু বিমানকে আটকে দিয়েছে। বিমানটি যাতে রাশিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নিরাপদ দূরত্বে থেকে এটির গতিপথ পরিবর্তন করে দেয়া হয়েছে।

সূত্র- সিএনএন ও পার্স টুডে।

আরও পড়ুন

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিলে গিয়ে অসুস্থ প্যারাগুয়ের প্রেসিডেন্ট
চীনা অর্থায়নে দক্ষিণ আমেরিকায় সমুদ্রবন্দর উদ্বোধন
নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন আমেরিকানরা
আজ ‘ভূত দিবস’