ঢাকা

অনুষ্ঠানের আগে এমপির মঞ্চে বোমা হামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৪ মার্চ ২০১৭ , ০৭:২১ পিএম


loading/img

ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী এমপি অনুষ্ঠানের পূর্বে মঞ্চে অগ্নিসংযোগ ও দফায় দাফায় বোমা হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে মঞ্চের পাশে কয়েক যুবক পরপর ৩টি বোমা বিস্ফোরণ ঘটায়। এদিকে শুক্রবার মধ্যরাতে ফেনী শহরের রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

শনিবার বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে।  জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনকে বিশেষ অতিথি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  

বিজ্ঞাপন

জানা যায়, শনিবার সকাল থেকে অনুষ্ঠানের আয়োজক কমিটি মঞ্চ তৈরী করে। দুপুর ১২টার দিকে ৩ যুবক এসে মঞ্চের পাশে ৩টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

ফেনী মডেল থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |