ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ইসলামী ব্যাংক সাজানো সম্ভব নয়

রোববার, ০৫ মার্চ ২০১৭ , ০৮:১৯ পিএম


loading/img

ইসলামী ব্যাংক বেসরকারি খাতের একটি লিমিটেড কোম্পানি। ব্যাংকের শেয়ার হোল্ডাররা এর মালিক। ব্যাংকের স্বচ্ছতা ও গতিশীলতা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে শেয়ার হোল্ডাররা। এছাড়া ব্যাংকে সরকারের শেয়ার পরিমাণ মাত্র শূন্য দশমিক ০০১৩ শতাংশ। ফলে ব্যাংকের কার্যক্রমকে ঢেলে সাজানো সম্ভব নয়। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিজ্ঞাপন

রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির এমপি সেলিম উদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট সুবিধায় কোনো দেশকে পণ্য পরিবহনের সুযোগ অদ্যাবধি দেয়া হয়নি। তবে ট্রান্সশিপমেন্ট সুবিধায় ভারত থেকে পণ্য পরিবাহিত হয়।

বিজ্ঞাপন

সরকারি দলের আ ফ ম বাহাউদ্দিনের (নাছিম) প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৫-১৬ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে ১ লাখ ১৬ হাজার ৮৫৭ কোটি টাকার সমপরিমাণ বিদেশি রেমিট্যান্স এসেছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ২ হাজার ১৩৬ কোটি টাকা কম।

এমসি/জেএইচ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |