ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

ইরানের হামলার পাল্টা জবাব হবে হাজার গুণ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ , ০৫:১৩ পিএম


loading/img
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সোমবার এক টুইট বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের হামলার ভয়াবহ পাল্টা জবাব দেয়ার হুঙ্কার দিয়েছেন।

বিজ্ঞাপন

ট্রাম্প তার টুইট বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যেকোনো হামলার জবাব এক হাজার গুণ দেয়া হবে। দক্ষিণ আফ্রিকায় মার্কিন রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনার করছে ইরান, এমন খবরের প্রেক্ষিতে ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

গণমাধ্যমের ওই খবরের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের জবাবে তেহরান হয়তো একটি হামলা বা আততায়ী হামলার ষড়যন্ত্র করছে।

বিজ্ঞাপন

তবে টুইট বার্তায় সোলাইমানির হত্যাকাণ্ড নিয়ে নিজের অবস্থানে অনড় থাকার কথা আবারও ব্যক্ত করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাকে হত্যা করা হয়েছিল ‘তার ভবিষ্যৎ হামলার পরিকল্পনা, মার্কিন সেনাদের হত্যা এবং বহু বছর ধরে তিনি যে হত্যা ও দুর্ভোগের কারণ হয়েছেন’ এজন্য।

উল্লেখ্য, ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের বিশেষ বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল সোলাইমানি চলতি বছরের জানুয়ারি মার্কিন এক ড্রোন হামলা নিহত হন। ইরাকের রাজধানী বাগদাদের এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর জেনারেল সোলাইমানির গাড়ি বহরে হামলা চালানো হয়।

আরও পড়ুন: ইসরায়েল নিয়ে হামাসের সঙ্গে বসতে চায় ট্রাম্পের জামাতা

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |