ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সমান কাজ করেও কম মজুরি নারীদের

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০৭ মার্চ ২০১৭ , ১২:১১ পিএম


loading/img

পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে সমান তালে কাজ করছেন পঞ্চগড়ের ১০ হাজারের বেশি নারী শ্রমিক। পুরুষের সমান কাজ করলেও, মজুরি কম দেয়া হচ্ছে নারী শ্রমিকদের। পাথর উত্তোলন-প্রক্রিয়াকরণ, জমি চাষ, চা পাতা সংগ্রহ, কৃষি কাজ এমনকি ভবন নির্মাণেও কাজ করছেন এ নারীরা।

বিজ্ঞাপন

এমনিভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবার এবং সমাজের উন্নয়নে অবদান রাখছেন তারা। পুরুষের সমান কাজ করলেও মজুরি কম দেয়া হচ্ছে উন্নয়নের এ কারিগরদের।

এ বিষয়ে সংশ্লিষ্টরা মনে করেন, নারী-পুরুষের শ্রম বৈষম্য দূর করা না হলে নারী অধিকার কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব নয়। এছাড়া নারীর সামাজিক মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিতে মজুরি বৈষম্য দূর করতে হবে এমনটাই দাবি শ্রমিকসহ সচেতন মহলেরও।

আরকে/এফএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |