ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

আইএসবিরোধী যুদ্ধে আমেরিকার আরো সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০১৭ , ১২:৩০ পিএম


loading/img

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে কুয়েতে আরো ১ হাজার সেনা মোতায়েন করবে আমেরিকা। রয়টার্সের প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ইরাকে আইএসের প্রধান আস্তানাগুলো থেকে জঙ্গিদের হটিয়ে দিয়ে পুনর্দখল করেছে সরকারি বাহিনী। সিরিয়ায় দিন দিন পরাজিত হচ্ছে আইএস। এসব অভিযানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের সমর্থন রয়েছে।

অভিযানকে আরো বেগবান করতে এ উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এ ব্যাপারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাট্টিসের সমর্থন আছে কি না তা জানা যায়নি।

বিজ্ঞাপন

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এসব সেনা মোতায়েন করা হলে, যুদ্ধক্ষেত্রে উদ্ভূত সুবিধা ও চ্যালেঞ্জ মোকাবেলা করা কমান্ডারদের জন্য সহজ হবে।

ট্রাম্প প্রশাসনের বিবেচনায় থাকা এ উদ্যোগ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস।

এফএস/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |