জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার একটি অংশ ফের তদন্ত চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করলেন হাইকোর্ট। এই আদেশের পর বিচারিক আদালতে মামলার শুনানিতে আর কোনো বাধা নেই।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চে বেগম জিয়ার আবেদন খারিজের আদেশ দেন।
এর আগে মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার একটি অংশের ফের তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এর শুনানি শেষে বৃহস্পতিবার আবেদন খারিজের আদেশ দেয়া হয়।
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার একটি অংশ ফের তদন্ত চেয়ে বিএনপি নেত্রী বিচারিক আদালতে আবেদন করেন। কিন্তু গেলো ২ ফেব্রুয়ারি আদালত তার আবেদন নামঞ্জুর করেন।
বিচারিক আদালত খালেদার আবেদন খারিজ করলে ওই আদেশের বিরুদ্ধে গেলো ১ মার্চ হাইকোর্টে ফের আবেদন করেন তিনি। গেলো মঙ্গলবার হাইকোর্টে আবেদনটি উপস্থাপন করেন আইনজীবী আবদুর রেজ্জাক খান।
বিচারিক আদালতে ফের তদন্তের আবেদন খারিজের আদেশ কেনো বাতিল হবে না এবং পুনরায় তদন্ত করতে কেনো নির্দেশ দেয়া হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তা বলেছেন টাকা সৌদি আরব থেকে এসেছে। বিবাদীপক্ষ বলছে কুয়েতের আমির দিয়েছেন। তাই দুই ধরনের বক্তব্য থাকায় এই অংশ ফের তদন্তের নির্দেশ চাওয়া হয়েছে আবেদনে। এই মামলায় বিচারিক আদালতে ৯ মার্চ সাক্ষীকে জেরার তারিখ ঠিক রয়েছে।
এইচটি/জেএইচ