ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ডাকাত নিহত

শুক্রবার, ১০ মার্চ ২০১৭ , ০৮:২৯ এএম


loading/img

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিন্টু (৪২) নামে সন্দেহভাজন ডাকাত সদস্য নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

খোকসা থানার পরিদর্শক (ওসি) নাজমূল হুদা জানান, উপজেলার শিমুলিয়া ব্রিজের নিকটে আদিবাসী অফিসের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলছে, এমন সংবাদে টহল পুলিশ সেখানে যায়। উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও গুলি চালায়। একপর্যায়ে অন্যরা পিছু হটলে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় মিন্টুকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি সার্টার গান, ২ রাউন্ড গুলি, একটি গাছ কাটার করাত ও তিনটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

ওসি জানান, এ ঘটনায় পুলিশের এএসআই নিহার রঞ্জনসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মিন্টুর বাড়ি পাংশায়।

বিজ্ঞাপন

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |