চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি সিটি বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম।
শুক্রবার সকাল দশটার দিকে থানার নতুন পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর কক্সবাজার জেলার টেকনাফের হারাংখালী এলাকার শরীফুল ইসলামের ছেলে। তিনি নগরীর পুরাতন চাঁন্দগাও এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।
বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে আটক করা হয়। সে প্রথমে নিজেকে একজন গার্মেন্টসকর্মী পরিচয় দেয়। পরে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। সে হাটহাজারীতে বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা কর হবে।
এসজে