ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

সাবমেরিন কমিশনিং আজ, নৌবাহিনী এখন ত্রিমাত্রিক শক্তি

রোববার, ১২ মার্চ ২০১৭ , ০৮:১৮ এএম


loading/img

বাংলাদেশ নৌবাহিনীর বহরে প্রথমবারের মতো দু’টি সাবমেরিন যুক্ত হচ্ছে আজ (রোববার)।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চট্টগ্রাম নেভাল একাডেমির জেটি সংলগ্ন এলাকায় বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে চীন থেকে কেনা দু’টি সাবমেরিনের কমিশনিং হবে।

‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ নামে বাংলাদেশের প্রথম সাবমেরিনগুলো গেলো ২২ ডিসেম্বর চীন থেকে চট্টগ্রাম বন্দরে আনা হয়।

বিজ্ঞাপন

এর আগে গেলো ১৪ নভেম্বর সাবমেরিন দু'টি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

চীনের লিওনিং প্রদেশের দালিয়ান সিটি শিপইয়ার্ডে অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদের কাছে চীন সরকারের পক্ষে সাবমেরিনগুলো হস্তান্তর করেন রিয়ার এডমিরাল লিউ জিঝু।

সাবমেরিন হস্তান্তর অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ বলেন, দু’টি সাবমেরিন সংযুক্ত হবার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক শক্তি হিসেবে যাত্রা শুরু করলো।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |