ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

‘দেশীয় জঙ্গি নয়, হলি আর্টিজানে হামলা করেছে আইএস’

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১২ মার্চ ২০১৭ , ০৪:৩৩ পিএম


loading/img

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপ ইসলামিক স্টেট-আইএস। দেশীয় জঙ্গিরা নয়। দাবি করলেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চ (আইসিপিভিটিআর) এর পরিচালক রোহান গুণারত্নে।

বিজ্ঞাপন

ঢাকার হোটেল সোনারগাঁওয়ে পুলিশ প্রধান সম্মেলনের ঘোষণাপত্রে তিনি এ কথা বলেন।

রোববার ১৪ দেশের পুলিশ প্রধানদের এ সম্মেলন শুরু হয়। চলবে ১৪ মার্চ পর্যন্ত।

বিজ্ঞাপন

গুণারত্নে বলেন, হলি আর্টিজানে জঙ্গিদের হামলা প্রতিরোধে কমান্ডোদের জন্য অপেক্ষা করা ভুল ছিল। দ্রুত সময়ে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে তাদের প্রতিরোধ করা সম্ভব হতো।

আইসিপিভিটিআর’র পরিচালক বলেন, সাধারণ অপরাধীরা পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়ে যায়। কিন্তু জঙ্গিরা তা না করে মরতে চায়। তারা হলি আর্টিজান দখল করে কোনো দর-কষাকষিতে যায়নি। কাজেই বিশেষ কোনো বাহিনীর জন্য পুলিশের অপেক্ষা করার দরকার ছিল না।

ঘোষণাপত্রে তিনি জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের প্রসংশা করেন। বলেন, দেশীয় জঙ্গিরা গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা করেছে এ কথা সত্য নয়। ইসলামিক স্টেটই (আইএস) হামলা চালিয়েছিল।

বিজ্ঞাপন

গুণারত্নে আরো বলেন, গেলো বছরের ১ জুলাই গুলশানে হামলার সময় জঙ্গিরা যেসব মাধ্যমে যোগাযোগ করেছে সেগুলোর প্রতি আইসিপিভিটিআর নজর রেখেছিল। সেখান থেকেই নিশ্চিত হওয়া গেছে, হামলার সঙ্গে আইএস জড়িত। জঙ্গিবাদ দমনে বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী ও সবক’টি গোয়েন্দা সংস্থার একসঙ্গে কাজ করা উচিত।

বিজ্ঞাপন

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ২ পুলিশ কর্মকর্তা, ১৭ বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হন। পরদিন ভোরে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডে অভিযানে ৫ জঙ্গিসহ ৬ জন নিহত হয়।

প্রথম থেকেই জঙ্গি গোষ্ঠি আইএস এ হামলার দায় স্বীকার করে। তবে বাংলাদেশ সরকার থেকে বলা হয়েছে, নব্য জেএমবি হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়েছে।

এইচটি/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |