ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ফ্রান্স প্রেসিডেন্টের সমালোচনায় ইমরান খান

আরটিভি নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২০ , ০৯:৫৩ পিএম


loading/img
ইমরান খান ও ম্যোক্রোঁ

ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট  ইমানুয়েল ম্যাক্রোঁ। এমন অভিযোগ করে তার কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  

বিজ্ঞাপন

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয় ইমরান খান বলেন, একজন নেতার প্রধান বৈশিষ্ট হলো জাতিকে একত্রিত করা। কিন্তু ম্যাক্রোঁ জাতিকে তা না করে বিভ্রান্ত করছেন। বর্তমান সংকটকালে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জাতিকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। 

রোববার  ইমরান খান টুইট করে বলেন,  এটা খুবই দুঃখজনক যে ইসলামকে আক্রমণ করে ম্যাক্রোঁ ইসলামের প্রতি ঘৃণা, অপছন্দ এবং ভীতিকে উৎসাহী করছেন। যারা সন্ত্রাসী কাজকে ছড়িয়ে দিচ্ছে, শ্বেতাঙ্গশ্রেষ্ঠত্ব বাদী যারা বর্ণবাদ ছড়াচ্ছে বা নাৎসী আদর্শবাদীদের তিনি কিছু্ই বলেননি। শুধু মুসলামনদের লক্ষ্যবস্তু বানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

ইমরান খান আরও বলেন, মুহাম্মদ (স.) এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের মাধ্যমে মুসলমানদের ইচ্ছাকৃতভাবে উস্কানী দিচ্ছেন ম্যাক্রোঁ। একইভাবে উস্কে দিচ্ছেন তার জনগণকেও। যা অত্যন্ত দুঃখজনক।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |