ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ওজন কম দিলে লাখ টাকা জরিমানা, জেল ২ বছর

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৩ মার্চ ২০১৭ , ০২:০৩ পিএম


loading/img

ওজন কম দিলেই যেতে হবে জেলে। জরিমানা হিসেবে গুনতে হবে বড় পরিমাণে আর্থিক দণ্ড। জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বিজ্ঞাপন

সর্বোচ্চ ২ বছরের জেল ও ১ লাখ টাকার আর্থিক শাস্তির বিধান রেখে স্ট্যান্ডার্ডস ওজন ও পরিমাপ আইন ২০১৭’র খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বিজ্ঞাপন

শফিউল আলম বলেন, ১৯৮২ সালের স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ আইনটি বাংলায় করা হয়েছে। নতুন আইনে, বিভিন্ন অপরাধে জরিমানার পরিমাণ বাড়িয়ে কিছু সংশোধনী আনা হয়েছে। অনুমোদনহীন বাটখারা ব্যবহার, প্রস্তুত ও বাজারজাত করলে জরিমানার পরিমাণও বাড়ানো হয়েছে।

তিনি বলেন, এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে শিল্পপ্রতিষ্ঠান জাতীয় করণ আইন ২০১৭ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন আইন-২০১৭’র খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৭২ সালের শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইনটি ইংরেজি থেকে বাংলায় করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন আইনে বলা হয়েছে, বিভিন্ন সামরিক সরকারের সময় অন্তর্ভুক্ত করা আদেশ আইনে পরিণত করা হয়েছে। আগের আইনে বাংলাদেশে ২শ’ ৫০ কলকারখানা জাতীয়করণ করা হলেও বর্তমানে এ সংখ্যা ১শ’ ৯টি। জাতীয়করণের তালিকা থেকে পেট্রোবাংলাকে বাদ দেয়া হয়েছে।

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |