ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

কুমিল্লা সিটি নির্বাচনে সেনা মোতায়েন নাও হতে পারে

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৩ মার্চ ২০১৭ , ০৪:০৫ পিএম


loading/img

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের আপাতত কোনো পরিকল্পনা নেই। যদি প্রয়োজন মনে হয় তাহলে মোতায়েন করা হবে। বললেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে এম নুরুল হুদা।

বিজ্ঞাপন

সোমবার চট্টগ্রাম সার্কিট হাউজে স্মাটকার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, সে পরিবেশ তৈরি করছে কমিশন।

বিজ্ঞাপন

এসময় তিনি চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ বিশিষ্ট নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দেন।

এসময় জেলা প্রশাসক সামসুল আরেফিন, নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে ১৬ মার্চ থেকে কোতয়ালী ও ডবল মুরিং থানার তিনটি ওয়ার্ডেও সাড়ে ৬ লাখ ভোটারদের স্মার্টকার্ড দেয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমসি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |