ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

আনকাট সেন্সর পেলো দু'টো সিনেমা

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭ , ০১:২০ পিএম


loading/img

আনকাট সেন্সর সনদ পেয়েছে আলোচিত দু'টো সিনেমা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত 'শেষ কথা ও জনপ্রিয় নাট্যনির্মাতা হিমেল আশরাফ পরিচালিত 'সুলতানা বিবিয়ানা' সোমবার সেন্সর সনদ পায়।

বিজ্ঞাপন

'শেষ কথা' সিনেমায় অভিনয় করেছেন আইরিন সুলতানা ও কলকাতার অভিনেতা সমদর্শী। 'বাষ্পস্নান' নামে শুটিং শুরু হয়েছিলো ছবিটির। আসছে বৈশাখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক।

এর আগে সমাজ সচেতন এ পরিচালক ডায়মন্ড ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ইলা মিত্রের তেভাগা আন্দোলন নিয়ে নাচোলের রানী, গঙ্গাযাত্রা, অন্তর্ধান চলচ্চিত্র দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। তার ‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্রটি জাতীয় (৮টি সেক্টরে) এবং আন্তর্জাতিক (৪টি সেক্টরে) পুরস্কার লাভ করে।

বিজ্ঞাপন

এদিকে ঢালিউডের জনপ্রিয় জুটি আঁচল-বাপ্পী অভিনীত 'সুলতানা বিবিয়ানা' একই দিন আনকাট সেন্সর সনদ পেয়েছে। আসছে ২৪ মার্চ সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে।  

প্রয়াত ফারুক আহমেদের চিত্রনাট্যে তৈরি বাপ্পী-আঁচল জুটির দশম সিনেমা এটি।

এর আগে তাদের অভিনীত জটিল প্রেম, কী প্রেম দেখাইলি, গুন্ডা দ্য টেরোরিষ্ট, প্রেম প্রেম পাগলামী ছবিগুলো আলোচিত হয়।

বিজ্ঞাপন

২০১৫ সালে শুটিং শুরু হওয়া সিনেমার বেশিরভাগ দৃশ্যধারন হয়েছে যশোর ও রাজবাড়ীতে।

বিজ্ঞাপন

এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |