জামালপুরে আব্দুর রহমান (৩০) ও আব্দুল মাজেদ (৪৫) নামে দুই জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জামালপুর সদর থানার ওসি মো. নাসিমুল ইসলাম জানান, সোমবার রাত ২টার দিকে শহরের জগবন্ধু ঈদগা মাঠ এলাকা সরকার বিরোধী ও নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকের সময় থেকে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন অধ্যাদেশ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ এর বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
এসএস