ওবামাকেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্যনীতি চালুর পরিকল্পনা করছে মার্কিন সরকার। আসছে বছর থেকে এ নীতি কার্যকর হবে। নতুন এ স্বাস্থ্যনীতির আওতায় বীমা হারাতে যাচ্ছেন প্রায় এক কোটি ৪০ লাখ মার্কিনী।
রিপাবলিকান পরিকল্পনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন এ স্বাস্থ্যনীতি প্রণয়ন করা হচ্ছে বলে জানা গেছে। সোমবার কংগ্রেসনাল বাজেট অফিস-সিবিওর বাজেট বিশ্লেষণে এ তথ্য জানানো হয়।
ওবামাকেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্যসেবা চালু করে ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খরচসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে সিবিও।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সাল নাগাদ বীমা হারানো মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে দু’কোটি ৪০ লাখে। নতুন পরিকল্পনায় এতো মানুষ বীমার বাইরে যাওয়ায় ১০ বছরে কেন্দ্রীয় বাজেট ঘাটতি কমবে ৩৩ হাজার ৭’শ কোটি ডলার।
এফএস/ এমকে