ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

দেশের উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য

বুধবার, ১৫ মার্চ ২০১৭ , ০৫:১৯ পিএম


loading/img

সবক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। দেশের উন্নয়নের জন্য তার সরকার সব শক্তি নিয়োগ করেছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

বুধবার গণভবনে ব্রাজিলের বিদায়ী রাষ্ট্রদূত ওয়ানিয়া ক্যাম্পোস দা নব্রেগা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতে ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানিয়া ক্যাম্পোস বলেন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসংসনীয় অবদান রেখেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ব্রাজিলে বাংলাদেশের তৈরি পোশাক ছাড়াও সিরামিক পণ্য ও ওষুধের সম্ভবনাময় বাজার রয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্য সহযোগিতা আরো সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার ৫০ ভাগ নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে একটি দেশ সামনে এগিয়ে যেতে পারে না। আর তাই সরকার নারীর ক্ষমতায়নকে বেশি গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে এখন ১৬ হাজার ৭  ’ ২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |