ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

নওগাঁয় রেকর্ড পরিমাণ গম আবাদ

এম আর রকি, নওগাঁ

বুধবার, ১৫ মার্চ ২০১৭ , ০৫:৫৭ পিএম


loading/img

কৃষি বিভাগের উৎসাহে নওগাঁর বরেন্দ্র অঞ্চলে এ বছর রেকর্ড পরিমাণ জমিতে গম আবাদ করেছেন চাষিরা। গম চাষে সেচ কম লাগায় এক সময়ের পতিত উঁচু জমি ফসলে ভরে উঠেছে। আবহাওয়া অনুকূলে থাকলে, বাম্পার ফলনের আশা চাষিদের। গমের বাজার দর নিশ্চিত করতে, সংশ্লিষ্টদের তদারকির দাবি কৃষকদের। 

বিজ্ঞাপন

জানা গেছে, সমতল থেকে উঁচু হওয়ায় নওগাঁর বরেন্দ্র এলাকায় সেচ সংকটে অনেক জমি পতিত পড়ে থাকতো। কিন্তু গেল ৩-৪ বছর ধরে এসব জমিতে সেচ কম লাগে এমন ফসল আবাদে কৃষকদের উৎসাহ যোগায় কৃষি বিভাগ। কম খরচ ও অধিক লাভ পাবে এমন জাতের বীজ সরবরাহ করে তারা। এর ফলে এবছর রেকর্ড পরিমাণ জমিতে গমের চাষ করে কৃষকরা। অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা তাদের। 

এক সময়ের পতিত জমি গম চাষের আওতায় আসায় বরেন্দ্র এলাকায় আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলতি বছর নওগাঁয় বরেন্দ্র এলাকার সাপাহার পোরশা ও নিয়ামাতপুরে ২০ হাজার হেক্টর জমিতে  গমের আবাদ করা হয়েছে।

বিজ্ঞাপন

সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক জানান, সরকারিভাবে গম কেনায় গেল বছর নায্যমূল পেয়েছে কৃষক। তাই এবছর আরো আগ্রহী হয়েছে কৃষকরা। 

এসজে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |