ইয়েমেন উপকূলে শরণার্থীবাহী নৌকায় বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৪২ জন। আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। শুক্রবার এ বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, শুক্রবার বাব আল-মান্দিব প্রণালী পাড়ি দেয়ার সময় সোমালিয় শরণার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, হেলিকপ্টার ও সামরিক যান থেকেই হামলাটি চালানো হয়।
এর আগে মারিব শহরে কফাল সেনাঘাঁটির মসজিদে দু’টি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন আরো ২২ জন।
বিজ্ঞাপন
এফএস/এমকে