ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ফের কারিনা পুত্রের ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১৮ মার্চ ২০১৭ , ০৪:২১ পিএম


loading/img
কারিনা-তৈমুরের নতুন ছবি

অসাধারণ ছবি! কারিনা ও তার পুত্র তৈমুরের নতুন ছবি দেখার পর এই কথাটাই বলেবেন সবাই।

বিজ্ঞাপন

জন্মের পরই সাইফ-কারিনা দম্পতির ঘর আলো করা তৈমুরের বেশকিছু ছবি ঝড়ের মতো ভাইরাল হয়।

হাসপাতালের সেই ছবি সত্যি তৈমুরের কিনা এ নিয়েও আলোচনা কম হয়নি।   

বিজ্ঞাপন

এবার নতুনভাবে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় কারিনা তার শিশু পুত্রের মাথায় আলতোভাবে চুমু দিচ্ছেন। মায়ের আদর যেনো শেষই হতে চাইছে না।    

কিছুদিন আগে কারিনা কাপুরের রাতে লং ড্রাইভে যাবার ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে।

আগের ভাইরাল হওয়া ছবির সঙ্গে তুলনা করলে দেখা যায় তৈমুর দ্রুতই বেড়ে উঠছে।

বিজ্ঞাপন

৩ মাস বয়সী তৈমুরকে নিয়ে মানুষের আগ্রহের কমতি হচ্ছে না এতোটুকুও। হরদমই তাকে নিয়ে চলছে আলোচনা।      

বিজ্ঞাপন

 

এইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |