মানুষের মর্যাদা পেলো ভারতের গঙ্গা ও যমুনা নদী। দেশটির উত্তরাখণ্ড রাজ্যের উচ্চ আদালত নদী দুটিকে জীবন্ত মানুষের মর্যাদা দিয়েছেন।
এ বিষয়ে আদালত বলেছেন, ব্যাপক দূষণের শিকার নদী দুটির ‘সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশ বজায়’ রাখতে তা সহায়ক হবে।
আদালত বলেছেন, এ ‘আইনি মর্যাদার’ কারণে এখন থেকে নদী দুটিকে দূষিত করলে তা একজন মানুষের ক্ষতি করার সমান বিবেচিত হবে।
ভারতে দুটি নদীকেই পবিত্র বলে গণ্য করা হয় এবং দেশটির সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নদী দুটিকে দেবী বলে বিবেচনা করে।
গেলো সপ্তাহে বিশ্বে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের হোয়াংগানুই নদীকে মানুষের মর্যাদা দেয়া হয়। এরপর ভারতীয় আদালত এ আদেশ দিলেন।
এপি/ এমকে