ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পুরনো কারাগারে ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২২ মার্চ ২০১৭ , ০৪:০২ পিএম


loading/img

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর নাজিমউদ্দিন রোডে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

ইফতেখার উদ্দিন বলেন ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ শীর্ষক এ প্রদর্শনী ২৫ থেকে ২৭ মার্চ পুরোনো কেন্দ্রীয় কারাগারে হবে। জাতির পিতার স্মৃতিবিজড়িত সব অংশ নিয়ে আয়োজন করা হচ্ছে এ প্রদর্শনী।

বিজ্ঞাপন

আইজি প্রিজন বলেন, ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য নেতৃত্ব ও ঐতিহাসিক ঘটনার আলোকচিত্র স্থান পাবে এ প্রদর্শনীতে। বায়ান্নর ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ—এ ৩টি বিষয়ভিত্তিক আলোকচিত্র আলাদা তিনটি গ্যালারিতে প্রদর্শনীর ব্যবস্থা নেয়া হয়েছে। আসছে শুক্রবার বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

২৫ থেকে ২৭ মার্চ ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রবেশমূল্য ১শ’ টাকা। প্রদর্শনীতে আসা দর্শকরা পুরোনো কারাগারের ভেতরও ঘুরে দেখতে পারবেন।

আর/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |