ঢাকা থেকে আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। জানালেন র্যাব-২-এর গণমাধ্যম কর্মকর্তা এএসপি ফিরোজ কাউসার।
বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
ফিরোজ কাউসার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুরে অভিযান চালায় র্যাব-২’র একটি দল। এ সময় মোহাম্মদপুর হাই স্কুল থেকে আন্তর্জাতিক সাইবার প্রচারক চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।
তারা হলেন- আফজাল আহমেদ (৩৩), শরীফ আলমগীর (৪৫) ও শরীফুল আহমেদ মোহন (২৩)।
তিনি বলেন, প্রতারক চক্রের সদস্যরা একটি বহুজাতিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয়ে ফেইসবুক ও ই-মেইলে মানুষের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের প্রতারণার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন।
এমন কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এইচটি/জেএইচ