ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ওয়ানডে দলে ডাক পেয়ে শ্রীলঙ্কার পথে মিরাজ

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭ , ০৪:৩১ পিএম


loading/img

হঠাৎ ওয়ানডে দলে ডাক পেলেন ব্যাটিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এরই মধ্যে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তাকে নিয়ে এখন বাংলাদেশ ওয়ানডে দল দাঁড়ালো ১৭ সদস্যে।

বিজ্ঞাপন

মাত্র ২ দিন আগে শ্রীলঙ্কায় টেস্ট খেলে দেশে ফেরেন মিরাজ। পরে প্রস্তুতি নিচ্ছিলেন ২৭ মার্চ শুরু হতে যাওয়া ইমার্জিং এশিয়া কাপে খেলার জন্য। ওয়ানডে দলে ডাক পাওয়ায় এ টুর্নামেন্টে তার আর খেলা হচ্ছে না। ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দলে তাই সুযোগ পাচ্ছেন অফস্পিনার নাঈম হাসান।

এর আগে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়া মাহমুদুল্লাহ্ রিয়াদকে রেখেই ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই দিন ঘোষণা করা স্কোয়াডে একমাত্র নতুন মুখ ছিলেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।

বিজ্ঞাপন

আসছে ২৫ মার্চ ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এ ভেন্যুতেই ২৮ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে। প্রথম দু'ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান(উইকেটরক্ষক), শুভাগত হোম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাশিষ রায়, সানজামুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |