উৎসবের নগরীতে পরিণত হয়েছে কুমিল্লা

আরটিভি অনলাইন ডেস্ক

শনিবার, ২৫ মার্চ ২০১৭ , ১১:২৯ এএম


উৎসবের নগরীতে পরিণত হয়েছে কুমিল্লা

সিটি নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কুমিল্লা। ৩০ মার্চ ২য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। ভোটারদের মন পেতে নানা আশ্বাস নিয়ে তাদের কাছে ছুটছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

বিজ্ঞাপন

তবে সমাজকর্মীদের মতে, নাগরিক জীবনমান উন্নয়নসহ সিটি করপোরেশনকে আধুনিক নগরীতে পরিণত করতে পদক্ষেপ জরুরি। এজন্য রাস্তা প্রশস্ত করাসহ এর সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে প্রযুক্তি ব্যবহারের ওপর আরো জোর দিতে হবে। এছাড়া নগরীর উন্নয়নে জনমতকে গুরুত্ব দিতেও  মেয়র প্রার্থীদের আহ্বান জানান তারা।

তবে বিশিষ্টজনরা বলছেন, নগরীকে মাদক মুক্ত করে গড়ে তোলার পাশাপাশি, সুস্থ সংস্কৃতি, বিনোদন এবং খেলাধুলার অবকাঠামো গড়ে তুলতে মেয়র প্রার্থীদের কাজ করতে হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা ভোটারদের।

আরকে/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission