ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

'বাঙালির হৃদয়ের কান্না কোনোদিন বন্ধ হবে না'

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৬ মার্চ ২০১৭ , ১২:২৯ এএম


loading/img

 

বিজ্ঞাপন

২৫ মার্চ কালোরাতে এ দেশের নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনী যে নৃশংস গণহত্যা চালিয়েছিল তা বিশ্বে বিরল। পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশে ৩০ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করে। বাঙালির হৃদয়ের সে কান্না কোনোদিন বন্ধ হবে না। বললেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শনিবার জাতীয় গণহত্যা দিবসে শনিবার বঙ্গভবনের মাঠে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি বলেন, এ গণহত্যাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ও আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এ উদ্যোগ অনন্য ও অসাধারণ। দেরিতে হলেও জাতীয় সংসদে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ জন্য আমি মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব সংসদ সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

এদিকে, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের স্মৃতি ‘চিরসবুজ’ রাখতে বাংলাদেশসহ বিভিন্ন দেশে ৩০ লাখ গাছ লাগানোর এই কর্মসূচি হাতে নিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান, ঢাকায় ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলাসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

এমসি/এসজে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |