আপত্তি স্বত্ত্বেও ভারত সফরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তিব্বতের নোবেলজয়ী আধ্যাত্মিক নেতা দালাই লামা।
বিজ্ঞাপন
আসছে ১ এপ্রিল আসামের গুয়াহাটি পৌঁছাবেন তিনি।
গুয়াহাটিতে দু’দিন অবস্থানের পর উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল সফরে যাবেন তিনি। যদিও রাজ্যটির তাওয়াং যাবার বিষয়ে আপত্তি করেছে চীন।
বিজ্ঞাপন
দালাই লামার ভারত সফর নিয়ে চীন আপত্তি তুললেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলছে, দালাই লামা ভারতের সম্মানিত অতিথি। তিনি তার খুশিমতো ভারতের যেকোনো জায়গায় যেতে পারেন।
এপি/এফএস