ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

লিথুনিয়া বিপক্ষে ইংল্যান্ডের জয়

সোমবার, ২৭ মার্চ ২০১৭ , ১১:১৩ এএম


loading/img

বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে লিথুনিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। অপর ম্যাচে আন্দ্রে শুরলের জোড়া গোলে আজারবাইজানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি।

বিজ্ঞাপন

প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেই গোল পেয়েছেন জারমেইন ডিফো। লিথুনিয়ার বিপক্ষে ২২ মিনিটে রাহিম স্টালিংয়ের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন এ ইংলিশ স্ট্রাইকার।

৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি হিসেবে খেলতে নামা জেমি ভার্ডি। বাকী সময় আর গোল না হওয়ায় ২-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

এই জয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে শীর্ষস্থান মজবুত করলো ইংলিশরা।

এদিকে আজারবাইজানের বিপক্ষে ১৯ মিনিটে আন্দ্রে শুরলের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে ৩১ মিনিটে আজারবাইজনকে সমতায় ফেরান তিমিত্রিজ নাজারোভ।

এরপর মুলার গোমেজ ও শুরলের গোলে বড় জয় পায়, জার্মানি। এই জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে, জোয়াখিম লো’য়ের দল।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |