ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সেমিতে ভেনাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ , ০৭:৩১ পিএম


loading/img

মিয়ামি ওপেন নারী এককে সেমিফাইনালে উঠলেন ভেনাস উইলিয়ামস ও জোহানা কন্তা। শীর্ষবাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে সরাসরি সেটে হারান মার্কিন তারকা ভেনাস। আর রোমানিয়ার সিমোনা হালেপের বিপক্ষে ব্রিটেনের কন্তার জয় ২-১ সেটে।

বিজ্ঞাপন

মিয়ামির ক্র্যান্ডন টেনিস সেন্টারে প্রথম সেটে তীব্র লড়াই হয় ভেনাস ও কেরবারের। পিছিয়ে পড়েও ৭-৫ গেমে সেটটি জেতেন ভেনাস। দ্বিতীয় সেট অবশ্য ৬-৩ গেমে জিতে নেন মার্কিন তারকা।

অন্য ম্যাচে জোহানা কন্তার বিপক্ষে প্রথম সেট ৬-৩ গেমে জেতেন সিমোনা হালেপ। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে নিজের করে নেন কন্তা। তৃতীয় সেটে ৬-২ গেমের সহজ জয়ে শেষ চার নিশ্চিত করেন বৃটিশ তারকা।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |