ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

হেলিকপ্টার কিনতে ভারতের রাষ্ট্রপতির কাছে ঋণ চাইলেন নারী!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ , ০৭:১২ পিএম


loading/img
সংগৃহীত

মানুষের শখের শেষ নেই। তাই বলে ঋণ নিয়ে হেলিকপ্টার কেনার শখ। আবার সেই ঋণের জন্য খোদ রাষ্ট্রপতির কাছেই আবেদন। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতে। হেলিকপ্টার কিনতে ঋণ চেয়ে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে আবেদন করেছেন দেশটির মধ্যপ্রদেশের বরখেদা গ্রামের একজন নারী।

বিজ্ঞাপন

বাসন্তী বাঈ নামের ওই নারী একটি হেলিকপ্টার কিনতে চান। কিন্তু হেলিকপ্টার কেনা সামর্থ্য তার নেই। তাই ঋণ চেয়ে ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন তিনি। আর সেই চিঠি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

কিন্তু কেন এই অদ্ভুত আবেদন করলেন বাসন্তী? জানা গেছে, নিজের অল্প কিছু চাষের জমিতে ফসল ফলিয়ে কোনো মতে সংসার চলান বাসন্তী। কিন্তু বেশ কয়েক বছর ধরে চাষ করতে পারছেন না তিনি। কারণ প্রতিবেশীর জমির ওপর রাস্তা দিয়ে নিজের জমিতে যেতে হয় বাসন্তীকে।

বিজ্ঞাপন

কিন্তু প্রতিবেশী রাস্তা আটকে রাখায় নিজের জমিতে যেতে পারছেন না তিনি। অনেক অনুনয়-বিনয় করেও কোনও লাভ হয়নি। এমনকি এজন্য পঞ্চায়েতের দ্বারস্থও হয়েছিলেন বাসন্তী। কিন্তু তাতেও সমাধান হয়নি। অভিযোগ করেছিলেন থানাতেও। সেখানও নিরাশ হতে হয় বাসন্তীকে।

শেষে তিনি ঠিক করেন যে রাষ্টপতির কাছে সাহায্য চাইবেন। এক টাইপিস্টের সাহায্যে ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লেখেন বাসন্তী। ওই চিঠি রাষ্ট্রপতির কাছে না পৌঁছালেও সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। এরপরই স্থানীয় বিধায়ক যশপাল সিং এ ঘটনায় প্রতিক্রিয়া দেন।

তিনি জানান, বাসন্তীর অভিযোগ সত্যি হলে তিনি অবশ্যই সুবিচার পাবেন। তিনি নিজেই বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন যশপাল সিং। প্রয়োজনে প্রতিবেশীর সঙ্গে কথা বলবেন তিনি। যাতে হেলিকপ্টার না পেলেও নিজের জমিতে যাওয়ার অধিকার পান বাসন্তী।

বিজ্ঞাপন

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |