মৌলভীবাজারের বড়হাটে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে। এছাড়া সেখানে একজন বোমা বিশেষজ্ঞ থাকতে পারেন। জানালেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
শুক্রবার সকালে পুলিশের বিশেষায়িত দল সোয়াট ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বড়হাটে পৌঁছান। এরপর সেখানে শুরু হয় চূড়ান্ত অভিযান ‘অপারেশন মেক্সিমাস'।
কাউন্টার টেররিজম ইউনিট প্রধান বলেন, বড়হাটের আস্তানায় জঙ্গিরা প্রচুর পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক জমা করেছে। বোমা বানাতে পারদর্শী একজন জঙ্গি রয়েছে সেখানে। সিলেটে অভিযানের সূত্র ধরেই এ জঙ্গি আস্তানার সন্ধান মেলে।
শুক্রবার সকালে অভিযান শুরুর পর থেকেই থেমে থেমে গুলির শব্দ পাওয়া যায়। এছাড়া বেলা ১১টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই তিনতলা ওই বাড়িতে ধোঁয়া দেখা যায়।
মনিরুল ইসলাম বলেন, গোয়েন্দা সূত্রে আমাদের কাছে খবর আছে এখানে প্রচুর পরিমাণ বিস্ফোরক এবং একজন বিস্ফোরক এক্সপার্ট রয়েছে। সে কারণেই এখানে অপারেশন সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এইচটি/ডিএইচ