ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনা নারী নেতৃত্বের রোল মডেল

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০৩ এপ্রিল ২০১৭ , ০১:২৩ পিএম


loading/img

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নারী নেতৃত্বের রোল মডেল। বললেন সংযুক্ত আরব আমিরাতের প্রথম নারী স্পিকার আমাল আল কুবাইসি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাত করে তিনি এ কথা বলেন।

আমাল আল কুবাইসি বলেন, শেখ হাসিনাকে আমাদের জন্য রোল মডেল মনে করি। তিনি রাজনীতিতে মুসলিম নারীদের এগিয়ে যাবার প্রেরণা।

বিজ্ঞাপন

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের প্রথম নারী স্পিকার বর্তমানে ঢাকায় রয়েছেন। আইপিইউ সম্মেলনে যোগ দেয়া স্পিকাররা রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা ধর্মের নামে জঙ্গি ও সন্ত্রাস করে তারা ইসলাম ও মানবতার শত্রু। মুসলমানরা শান্তি প্রিয়। আমাদের পবিত্র ধর্ম কখনও কাউকে অন্যায়ভাবে হত্যার অনুমতি দেয়নি। 

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের শেখ হাসিনার প্রশংসা করেছেন ইউএই’র স্পিকার। তিনি বলেন, ‘আপনি (শেখ হাসিনা) আমাদের জন্য উল্লেখযোগ্য রোল মডেল।’

বিজ্ঞাপন

এইচটি/এএইচসি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |