ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া বিশ্বরেকর্ড গড়েছে। মাত্র ১৮ ঘণ্টায় তারা সোলাপুর থেকে বিজাপুর সেকশনে ২৫ কি.মি. রাস্তা নির্মাণ করেছেন।
বিজ্ঞাপন
এর মাধ্যমে ‘লিমাক বুক অব রেকর্ডস’ এ নাম লেখাল সংস্থাটি।
ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গডকরি এক টুইটে জানান, হায়দরাবাদে ২৫ কি.মি. দীর্ঘ হাইওয়ে লেন ১৮ ঘণ্টারও কম সময়ে তৈরি করেছেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়ার কর্মীরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন :
- গ্রিনকার্ড, ওয়ার্ক ভিসা খুলে দিলেন বাইডেন
- বিয়ের জন্য অপেক্ষারত কনে জানতে পারলো তার আপত্তিকর ভিডিও বরের মোবাইলে
- গ্রামে পুরুষ নেই, তবুও গর্ভবতী হয় নারীরা!
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, চার লেনের এই হাইওয়ের একদিকে ১২ দশমিক ৭৭ কি.মি. রাস্তা প্রথমে নির্মাণ করা হয়। তার রুটে সিঙ্গল লেন ডাবল করা হয়েছে। এটি নির্মাণ করতে মোট ৫০০ জন কর্মচারী দিনরাত এক করে কাজ করেছেন।
বিজ্ঞাপন
এম