মধ্যরাতে ৬ ঘণ্টা ফেসবুক বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়নি সরকার। জানালেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন।
সোমবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সোমবার দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে মধ্যরাতে ৬ ঘণ্টা ফেসবুক বন্ধ থাকবে শিরোনামে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নজরে আসে।
এতে বলা হয়, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ৬ ঘণ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করার বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।
এর আগে সোমবার মধ্যরাতে ফেসবুক বন্ধ করা যায় কিনা সে বিষয়ে বিটিআরসি’র সুপারিশ চায় টেলিযোগাযোগ বিভাগ।
অন্যদিকে বিটিআরসির সচিব মো. সারওয়ার আলম আরটিভি অনলাইনকে বলেন, আমরা এ বিষয়ে একটি চিঠি পেয়েছি। সেটি নিয়ে আমাদের সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে।
এইচটি/জেএইচ