ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সৌদি যুবরাজ সালমানের শাস্তি চাইলেন খাশোগির বাগদত্তা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ মার্চ ২০২১ , ০৯:০২ এএম


loading/img
সৌদি যুবরাজ সালমানের শাস্তি চাইলেন খাশোগির স্ত্রী

সৌদি আরবের যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের শাস্তি দাবি করেছেন নিহত সাংবাদিক জামাল খাশোগির স্ত্রী হাদিস চেঙ্গিস। এর ফলে শুধু যে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে তাই নয় সেই সাথে একই ধরনের নৃশংসতা রোধ করাও সম্ভব হবে বলে এক বিবৃতিতে তিনি জানান। 

বিজ্ঞাপন

এক টুইটার বার্তায় খাশোগির স্ত্রী হাদিস চেঙ্গিস আরও জানান, যদি সৌদি আরবের যুবরাজকে শাস্তি দেয়া না হয়, তাহলে এর মধ্য দিয়ে প্রমাণ হবে যে খুনের মূল অপরাধী ধরাছোঁয়ার বাইরে থাকতে পারেন। আমাদের মানবতায় রক্তের দাগ লাগবে। আর এ কারণে আমরা সকলে বিপদে পড়বো।

উল্লেখ্য, সৌদি আরবের যুবরাজের নির্দেশে ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যা করা হয়। সম্প্রতি প্রকাশিত মার্কিন গোয়েন্দা রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। সূত্র: পার্সটুডের।

বিজ্ঞাপন

জিএম/পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |