ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সুইডেনে ছুরিকাঘাতে গুরুতর আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১ , ১০:৪৫ এএম


loading/img
ছবি: রয়টার্স

সুইডেনে এক ব্যক্তির ছুরিকাঘাতে ৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জন অবস্থা গুরুতর। বুধবার (৩ মার্চ) দেশটির ভেটলান্ডায় এ ঘটনাটি ঘটে। 

বিজ্ঞাপন

হামলার সময় পুলিশের গুলিতে আহত হওয়ার পর হামলাকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওইদিন সন্ধ্যায় তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। ওই হামলাকারীর পায়ে গুলি চালানো হয়েছিল।

এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক পুলিশ প্রধান মেলেনা গ্রান জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে। সুইডেনের গোয়েন্দা বিভাগ স্যাপোর সঙ্গে কাজ করছে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনাকে হত্যা চেষ্টা হিসেবে ধরে নিলেও পরবর্তীতে ‘সন্দেহজনক সন্ত্রাসী হামলা’ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

সংবাদ মাধ্যমকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীর বয়স ২০ বছর। তিনি একটি ধারালো ছুরি নিয়ে লোকজনের ওপর হামলা চালিয়েছে। 

হামলা শিকার ব্যক্তিদের জনকোপিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ জন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আরও ২ জনের অবস্থাও গুরুতর। বাকি ৩ জনের অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে। সূত্র: বিবিসি। 

বিজ্ঞাপন

জিএম/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |