ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ইসরায়েলি জাহাজে হামলার দাবি অস্বীকার করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৬ মার্চ ২০২১ , ০৯:৫৫ এএম


loading/img
ইসরায়েলি জাহাজে হামলার দাবি অস্বীকার করলো ইরান

সম্প্রতি ওমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজে বিস্ফোরণের ঘটনায় ইরানকে দায়ী করে বক্তব্য দিয়েছিল তেল আবিব। তাদের এ বক্তব্যকে ভিত্তিহীন উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান এ ঘটনার জেরে ইসরায়েলের পক্ষ থেকে কোনও ভুল সিদ্ধান্তের বিষয়ে গোটা বিশ্বকে সতর্ক করেছে।

বিজ্ঞাপন

শনিবার (৬ মার্চ) পার্সটুডে এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। বলা হয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতি বরাবর পৃথক চিঠিতে এই হুঁশিয়ারি জানিয়েছেন।

আরও পড়ুন :

বিজ্ঞাপন

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে তেল আবিবের তোলা অভিযোগ উত্থাপনের লক্ষ্য ইসরায়েলকে অসহায় হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা। এছাড়াও মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের দখলদারিত্ব ও অবৈধ তৎপরতাকে বৈধ করার চেষ্টা।

এসআর/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |