বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেই করা হচ্ছে টি-টোয়েন্টির নতুন অধিনায়ক। মঙ্গলবার কলম্বোয় খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানান।
শ্রীলঙ্কা সফরের পর মাশরাফি বিন মর্তুজার অবসরে পরবর্তী টি-টোয়েন্টির অধিনায়ক হচ্ছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। বর্তমানে তিনি দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ দলকে ২৭ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে সর্বাধিক ৯ ম্যাচে জয় এনে দিয়েছেন মাশরাফি। তার উত্তরসূরি হিসেবে দলের দায়িত্ব দেবার মতো রয়েছেন, তামিম, মুশফিক, সাকিব ও মাহমুদউল্লাহর মতো সিনিয়র ক্রিকেটার।
সাকিব আল হাসান এর আগে বাংলাদেশ দলের অধিনায়ক থাকাকালে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছিলেন ৪ ম্যাচে। অবশ্য ২০০৯ এবং ২০১০ সালে ওই চার ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি টাইগাররা।
সাকিব টেস্ট-ওয়ানডের মতো ক্রিকেটের এ সংক্ষিপ্ত ভার্সনেও নাম্বার ওয়ান অলরাউন্ডার। মঙ্গলবার পর্যন্ত ৫৮ ম্যাচে তার রান ১১৭০, আর উইকেট সংগ্রহ ৬৭।
অন্যদিকে মাশরাফি মনে করেন, তরুণ খেলোয়াড়দের সুযোগ তৈরি করে দেয়ার জন্য এটাই সবচেয়ে ভালো সময়, তরুণ বোলাররা টি-টোয়েন্টিতে খেলে কিছু অভিজ্ঞতা নিয়ে ওয়ানডে, টেস্টের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। আমার সিদ্ধান্তে পেছনে এটি আরেকটি বড় ব্যাপার।
মাশরাফির আশা তরুণরা একসঙ্গে খেলতে খেলতে টি-টোয়েন্টিতে ভালো দল হয়ে উঠবে। আসছে বিশ্ব টি-টোয়েন্টিতে বাংলাদেশ দারুণ এক দল হয়ে উঠবে বলে তার বিশ্বাস।
তিনি বলেন, আমাদের বেশ কিছু ভালো নতুন খেলোয়াড় আছে। তারা যদি আরো একটু অভিজ্ঞ হয় তাহলে পরবর্তীতে আমরা এর চেয়ে ভালো করবো।
এপি/এসএস