ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

উড়ন্ত বিমানে সব জামা-কাপড় খুলে ফেলেন এই নারী (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১০ মার্চ ২০২১ , ০৪:০১ পিএম


loading/img
উড়ন্ত বিমানে সব জামা-কাপড় খুলে ফেলেন এই নারী

এক নারীর বিকারগ্রস্ত আচরণে রাশিয়ার এক উড়ন্ত বিমানে শোরগোল পড়ে যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে নেওয়া হয় কড়া ব্যবস্থা। তাকে সিটের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নিয়ে বাকি পথ উড়ে যায় বিমানটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন ঃ  মায়ের পিছু পিছু যাওয়ায় শিশু শিক্ষার্থীকে এমন বেদম পেটায় শিক্ষক (ভিডিও)

জানা গেছে, রাশিয়ার ওই বিমানটি ভ্লাদিভসটক থেকে আকাশে উড়ে। তার ঠিক ১৫ মিনিট পর এক নারী নিজের আসন ছেড়ে উঠে কেবিনের আশপাশে আচমকাই হাঁটাহাঁটি শুরু করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিষেধ করা হলে তিনি নিজের হাঁটার গতি বাড়িয়ে দেন।

বিজ্ঞাপন

এরপর তিনি নিজের পরনের পোশাক খুলে ফেলে ফের তা গায়ে চাপাতে শুরু করেন। এই প্রক্রিয়া বেশ কয়েকবার চলার পর ওই যাত্রী তার অন্তর্বাস খোলার চেষ্টা করলে সবাই মিলে বাধা দেন তাকে।

আরও পড়ুন ঃ  প্রেম করে বিয়ে, দেড় মাসের সংসারে রানীর ঝুলন্ত মরদেহ

বিমানের ক্রুরা বার বার সাবধান করা সত্ত্বেও ওই নারী কোনো কথা শোনেননি।। শেষে বাধ্য হয়ে বিমানের যাত্রী ও কর্মীরা মিলে মাঝ-আকাশে তার আসনের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। ওই নারী যাতে নিজের এবং বিমানের বাকি সদস্যদের ক্ষতি করতে না পারে সেটা ভেবেই এই ব্যবস্থা নেওয়া হয়। সেই দৃশ্যই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপন

বিমানটি যথাসময়ে সাইবেরিয়ার নভোসিবিরসকের তোলমাচেভো বিমানবন্দরে নামলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারী ড্রাগ নিয়ে বিমানে উঠেছিলেন। কিন্তু ডোজ বেশি হয়ে যাওয়ায় তিনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে জানিয়েছে পুলিশ। সূত্র : হেরাল্ড সান

আরও পড়ুন ঃ  ৭ মার্চের অনুষ্ঠানে অশ্লীল নাচ-গান, এলাকায় চাপা ক্ষোভ
টিএস/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |